প্রতি মাসের ৭ তারিখের মধ্যে অধস্তন আদালতের বিচারকদের মাসিক কর্মসম্পাদন বিবরণী অনলাইনে পূরণের নির্দেশ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট লোগো

বিলম্বে অফিসে আসায় হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তার বেতন কর্তন

অফিসে আসতে দেরি করায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাহিদ সুলতানার বেতন কেটে নেওয়া হয়েছে। দুই দিন বিলম্বে অফিসে আসায় একদিনের বেতন কর্তন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সই করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি মঙ্গলবার (১১ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আরও পড়ুনহাইকোর্টের সহকারী রেজিস্ট্রার হলেন অধস্তন আদালতের ২ বিচারক

বিজ্ঞপ্তির ভাষ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসের ১২ ও ২২ তারিখ বিলম্বে অফিসে উপস্থিত হন হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাহিদ সুলতানা। এজন্য বিলম্বের কারণ জানতে চেয়ে তাঁকে শোকজ করা হয়।

আরও পড়ুন : মামলাজট নিরসনে নতুন বিচারক নিয়োগের কাজ চলছে : প্রধান বিচারপতি

তবে ওই কর্মকর্তার দাখিলকৃত জবাব সন্তোষজনক প্রতীয়মান না হওয়ায় সরকারী কর্মচারী (নিয়মিত উপস্থিত) বিধিমালা, ২০১৯ এর ৫(১)(২) উপবিধি মোতাবেক উল্লেখিত দুই দিন বিলম্বে অফিসে উপস্থিত হওয়ায় জন্য একদিনের সমপরিমাণ মূল বেতন কর্তনের আদেশ দেওয়া হয়েছে।