নির্ধারিত সময়ের আগে রোহিঙ্গাদের পক্ষে জামিনের তদবির করা যাবে না
কক্সবাজার জেলা জজ আদালত

কক্সবাজার বিচার বিভাগে ২ বিচারকের পদায়ন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার বিচার বিভাগে ২ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে, সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মৈত্রী ভট্টাচার্যকে কক্সবাজার জজশীপের সিনিয়র সহকারী জজ পদে এবং বর্তমানে কক্সবাজারের কুতুবদিয়ার সহকারী জজ পদে কর্মরত ফাহমিদা সাত্তার-কে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখিত ২ জন বিচারক সহ মোট ১০৯ জন বিচারককে দেশের বিভিন্ন বিচারালয় ও প্রতিষ্ঠানে পদায়ন করা হয়।

কক্সবাজার জজশীপের সিনিয়র সহকারী জজ পদে নিয়োগ পাওয়া মৈত্রী ভট্টাচার্য এক সময় কক্সবাজারের জেলা লিগ্যাল এইড অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার পদায়ন করা বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী ৪ জুনের মধ্যে বর্তমান নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার জন্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।