সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা চলবে
সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম

সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা চলবে

রিভিউ খারিজ

বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে বিচারিক আদালতে এই মামলা চলতে বাধা কাটল বলে জানিয়েছেন আইনজীবীরা।

আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে দায়ের করা রিভিউ আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার (১ জুন) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে হাফিজ ইব্রাহিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে ২০২০ সালের ৫ অক্টোবর বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ। মামলা বাতিল চেয়ে কর আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

ওই সময় আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছিলেন, মানি লন্ডারিংয়ের মাধ্যমে হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রীর মাফরুজার সিঙ্গাপুরে স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের হিসেবে এক লাখ ৭৫ হাজার ডলার জমা করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১১ সালের ১৬ আগস্ট গুলশান থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় ২০১২ সালের ১২ জুন বিচারিক আদালত অভিযোগ আমলে নেন। পরে ২০১৫ সালের ৩ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করেন। মামলাটি সাক্ষগ্রহণ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় তিনি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

২০২০ সালের ৭ জানুয়ারি হাইকোর্ট তার ওই আবেদন খারিজ করে দেন। এরপর হাফিজ ইব্রাহিম আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগ হাফিজ ইব্রাহিমের আবেদন খারিজ করে দিয়ে বিচারিক আদালতে কোনো প্রকার মুলতবি ছাড়া মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে আবার রিভিউ আবেদন করেন হাফিজ ইব্রাহিম।