নওগাঁয় শিশু আইন নিয়ে বিচারকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
নওগাঁয় শিশু আইন নিয়ে বিচারকদের প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁয় শিশু আইন নিয়ে বিচারকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

নওগাঁ জেলা জজ আদালতে “শিশু আইন ২০১৩” শীর্ষক বিচারকগণের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল বিচারক অংশগ্রহণ করছেন।

আজ শুক্রবার (২ জুন)সকাল নয়টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।

বিচারকগণ ছাড়াও উপস্থিত আছেন ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মোঃ সাইদুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর আবু হেনা মস্তফা কামাল।