আইনের শাসন প্রতিষ্ঠায় সংসদ অনন্য ভূমিকা পালন করছে : প্রধানমন্ত্রী
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫ শতাংশ

আট বছর পর সরকারি চাকরিজীবীরা বেতন আবার বাড়তে যাচ্ছে; প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে ব‌্যবস্থা নেওয়ার জন‌্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে রোববার (২৫ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এদিন আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে বক্তৃতা করছিলেন তিনি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে ২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছিলেন। বেতন কমিশন গঠনের মাধ্যমে ওই বছর নতুন বেতন কাঠামো ঘোষণা করেছিল আগের মেয়াদে ক্ষমতায় থাকা এ সরকার।

ওই কাঠামোতে প্রতিবছর ৫ শতাংশ হারে বেতন বাড়ানোর কথাও বলা হয়েছিল। সেসময় মূল্যস্ফীতি ওই হারে ছিল বলেও ৫ শতাংশ হার নির্ধারণ করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি অনেক বেড়ে যাওয়ায় এবার নতুন বাজেটে বেতন বাড়ানোর ঘোষণা আসবে বলে আলোচনা ছিল। ১ জুন বাজেট প্রস্তাবে কোনো ইঙ্গিতও দেননি অর্থমন্ত্রী।

রোববার বাজেট আলোচনার সমাপনি বক্তৃতায় প্রধানমন্ত্রী ৫ শতাংশ বেতন বাড়ানোর কথা বলেন। তার আশা অর্থমন্ত্রী তার প্রস্তাব গ্রহণ করবেন।

শেখ হাসিনা বলেন, “সরকারি কর্মচারী যারা আছেন তাদের বিশেষ বেতন হিসাবে মূল বেতনের ৫ শতাংশ এই আপতকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনার করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী আশা করি বিষয়টি গ্রহণ করবেন।”