আদালতে মিথ্যা ও অসংলগ্ন বক্তব্য, কারাগারে সাক্ষী
কারাগার (প্রতীকী ছবি)

ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবল সস্ত্রীক কারাগারে

বরিশালে ইয়াবাসহ আটক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল ও তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী সোমবার (২৫ সেপ্টেম্বর) তাদের জেলে পাঠিয়েছেন।

তারা হলেন, কনস্টেবল মিজানুর রহমান (৪৫) ও তার স্ত্রী শিমু আক্তার (৩০)। মিজানুর ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের তারপাশা গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

আদালতের জিআরও এসআই এনামুল হক এ তথ্য জানিয়েছেন।

মামলার বরাতে জানা গেছে, র‍্যাব-৮ এর একটি টহলদল রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরের রুপাতলী ভোজন বিলাস রেস্টুরেন্টের সামনে অভিযান করে।

র‍্যাবের উপস্থিতি পেয়ে পালানোর চেষ্টাকালে স্বামী পুলিশ কনস্টেবল মিজানুর রহমান ও স্ত্রী শিমু আক্তারকে আটক করে। পরে তাদের কাছে থাকা ভ্যানেটি ব্যাগ তল্লাশি করে ৩৯৮ পিস ইয়াবা উদ্ধার করে।

এ সময় স্ত্রী শিমু জানিয়েছেস তার স্বামী পুলিশ কনস্টেবল মিজানুর রহমান ইয়াবা ক্রয় বিক্রয়ে জড়িত। স্বামী ও স্ত্রী পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করে।

এ ঘটনায় স্বামী ও স্ত্রীকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে র‍্যাব-৮ এর ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, র‍্যাব ঢাকা মহানগর পুলিশ সদস্য ও তার তার স্ত্রীকে ইয়াবাসহ আটক করেছে। এ ঘটনায় করা মামলার আসামি হিসেবে দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।