প্রধান বিচারপতিকে বিএনপি নেতাকর্মীদের স্বজনদের স্মারকলিপি দিতে পুলিশের বাধা

প্রধান বিচারপতিকে বিএনপি নেতাকর্মীদের স্বজনদের স্মারকলিপি দিতে পুলিশের বাধা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতাদের অনেকেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্বজনরা। মানববন্ধন শেষে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দিতে তারা যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ কারাবন্দির স্বজনরা হাইকোর্টের দিকে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দিয়ে তাদের আটকে দেয়।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, ‘আব্দুল হাই ও মির্জা আব্বাসের স্ত্রীকে আমরা বলেছি, মিছিল নিয়ে আপনারা স্মারকলিপি দিতে যেতে পারবেন না। আপনাদের প্রতিনিধিদল পাঠাতে হবে।’

বিএনপি নেত্রী সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, ‘বাধা দেওয়ায় আমরা চার সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে প্রধান বিচারপতির কাছে যাব।’