আপিল বিভাগের ভ্যাকেশন জজ বিচারপতি এম. ইনায়েতুর রহিম
বিচারপতি এম. ইনায়েতুর রহিম

আপিল বিভাগের ভ্যাকেশন জজ বিচারপতি এম. ইনায়েতুর রহিম

অবকাশে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জজ হিসেবে বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ১৯, ২১, ২৬ ও ৩১ ডিসেম্বর ভ্যাকেশন জজ হিসেবে সকাল ১১টা থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

এদিকে অবকাশে হাইকোর্ট বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য ৯টি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করা হয়েছে। ভিন্ন ভিন্ন বিচারিক এখতিয়ার সম্পন্ন এসব বেঞ্চের মধ্যে ৫টি দ্বৈত এবং ৪টি একক বেঞ্চ রয়েছে।

বিচারিক এখতিয়ারসহ অবকাশকালীন ৯টি বেঞ্চ সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

প্রসঙ্গত, সাপ্তাহিক ছুটি ও সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের শীতকালীন অবকাশকালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারকাজ আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।