ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনবারের মেয়র ও আওয়ামী লীগের বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী সন্তান নওফেল বিগত সরকারে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মহিবুল হাসান ২০১৬ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নওফেল। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মহিবুল হাসান ১৯৮৩ সালের ২৬ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডন স্কুল অফ ইকনোমিক্স থেকে স্নাতক পাস করে লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। মহিবুল হাসান চৌধুরী নওফেল সুপ্রিম কোর্টের আইনজীবী।