ঋণখেলাপিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব আসছে
ঋণখেলাপি

ঋণ খেলাপিরা নতুন করে বাড়ি-গাড়ি করতে পারবেন না

খেলা‌পি ঋণ কমা‌তে ১১ দফা রোডম্যাপ ঘোষণা ক‌রে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। কো‌নো গ্রাহক ঋণ নি‌য়মিত প‌রি‌শোধ না কর‌লে তা‌কে ইচ্ছাকৃত খেলা‌পি হিসেবে চি‌হ্নিত করা হ‌বে।

এসব খেলা‌পিদের ‌বিভি‌ন্নি সু‌বিধা থে‌কে ব‌ঞ্চিত করা হ‌বে। তারা নতুন করে জ‌মি বা‌ড়ি গা‌ড়ি কিন‌তে পার‌বেন না, এমনকি নতুন ব্যবসাও খুল‌তে পার‌বেন না।

রোববার (৪ ফেব্রুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়ে‌ছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

এ সময় কেন্দ্রীয় ভ্যাংকের নির্বাহী প‌রিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপ‌স্থি‌ত ছি‌লেন।

ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের এসব তথ্য জানিয়েছেন।

এদিন বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা শেষে দেশের ব্যাংকিং খাতের শ্রেণিকৃত ঋণ হ্রাস এবং কর্পোরেট সুশাসন নিশ্চিত করতে ১১ দফা রোডম্যাপ প্রকাশ করা হয়।

আগামী ২০২৬ সালের জুন মাসের মধ্যে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের হার ৮ শতাংশে নামিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ঋণ পরিশোধে আর কোনো বাড়তি সুবিধা দেয়া হবে না।

কোনো গ্রাহক ঋণ নি‌য়মিত প‌রিশোধ না করলে তাকে ইচ্ছাকৃত খেলা‌পি হিসেবে চি‌হ্নিত করা হবে। এসব ঋণখেলাপিরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন। তারা নতুন করে জমি বাড়ি গাড়ি কিনতে পারবেন না। নতুন ব্যবসাও খুলতে পারবেন না তারা।

এছাড়া, অর্থ ঋণ আদালত আইন-২০২৩ এর আওতায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে আদালতের বাইরে মামলা নিষ্পত্তির জন্য ব্যাংকগুলোকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিবে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ব্যাংকগুলোর বিদ্যমান লিগ্যাল বা আইন বিভাগকে শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।