নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন
বার এক্সাম (প্রতীকী ছবি)

রিঅ্যাপিয়ার্ড ও তৃতীয় পরীক্ষকের মূল্যায়নে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির রিঅ্যাপিয়ার্ড ও তৃতীয় পরীক্ষকের মূল্যায়নে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সময়সূচী প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার (৬ মার্চ) আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, যেসব প্রার্থী বর্তমান সেশনের, তথা ২৩-১২-২০২৩ তারিখের এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে তৃতীয় পরীক্ষকের মূল্যায়ন শেষে গত ২৬-০২-২০২৪ তারিখে প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন এবং যেসব প্রার্থী বার কাউন্সিল বিধি ৬০বি অনুযায়ী অব্যবহিত পূর্বের দুটি মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন অথবা অংশগ্রহণে ব্যর্থ হয়েছে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বার কাউন্সিলের পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় আবেদন পদ্ধতি অনুসরণ করেছেন তাদের ভাইবা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি জানতে বিজ্ঞপ্তি দেখুন।

বাংলাদেশ বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে আইনজীবীদের ড্রেস কোড অনুসারে কালো কোট ও কালো টাই পরিধান করতে হবে। সেই সাথে বার কাউন্সিল পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট সঙ্গে আনতে হবে। এছাড়াও ‘নোট বুক’ অর্থাৎ কেস ডায়েরি সঙ্গে আনতে হবে।