বিচারপতি ইনায়েতুর রহিমের মায়ের দাফন সম্পন্ন

বিচারপতি ইনায়েতুর রহিমের মায়ের দাফন সম্পন্ন

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের মাতা মরহুম নাজমা রহিমের দাফন দিনাজপুরে উনার গ্রামের বাড়ি জালালপুরে সম্পন্ন হয়েছে।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সংবিধানের অন্যতম প্রণেতা, স্বাধীনতা পদক প্রাপ্ত মরহুম এম আব্দুর রহিমের কবরের পাশে তার সহধর্মিনী নাজমা রহিমের দাফন আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ২:৩০ ঘটিকায় সম্পন্ন হয়।

আরও পড়ুনবিচারপতি ইনায়েতুর রহিমের মায়ের মৃত্যু, প্রধান বিচারপতির শোক

এর আগে বিচারপতি এম ইনায়েতুর রহিমের মাতা মরহুম নাজমা রহিমের জানাজা গতকাল ২৭ মার্চ রাত ১০টায় বেইলী রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্ট সংলগ্ন মসজিদে সম্পন্ন হয়েছে। জানাযার পর বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বিচারপতি ইনায়েতুর রহিমের মায়ের দাফন সম্পন্ন

গতকাল বুধবার (২৭ মার্চ) বেলা ৩ ঘটিকায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন নাজমা রহিম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।