রাঙ্গামাটিতে উপজেলা-ইউনিয়ন পর্যায়ে মিলছে সরকারি আইন সহায়তা সেবা

রাঙ্গামাটি পার্বত্য জেলায় উপজেলা ও ইউনিয়নে মিলছে সরকারি আইন সহায়তা সেবা

আয়তনে দেশের সবচেয়ে বড় ও দূর্গম রাঙ্গামাটি জেলায় জেলা লিগ্যাল এইড অফিস এর উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি খরচে আইনগত সহায়তা ও মেডিয়েশন সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জেলা লিগ্যাল এইড অফিস, রাঙ্গামাটি সূত্রে জানা যায় – শুস্ক মৌসুমে কাপ্তাই লেকের পানি কমে যাওয়ায় জেলা সদরের সাথে জেলার কমপক্ষে পাঁচটি উপজেলার যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনরাঙ্গামাটির কারাগারে লিগ্যাল এইডের উদ্যোগে প্যানেল আইনজীবী-কারাবন্দিদের সমন্বয় সভা

এসময় বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলা থেকে রাঙ্গামাটি শহরের আদালতে এসে বিচারিক সেবা নেওয়া বেশিরভাগ গরীব, অসহায় স্থানীয় জনগণের পক্ষ্যে সম্ভব নয়।

রাঙ্গামাটিতে উপজেলা-ইউনিয়ন পর্যায়ে মিলছে সরকারি আইন সহায়তা সেবা

এমতাবস্থায়, পর্যায়ক্রমে তৃণমূলে সরকারি আইনগত সহায়তা ও মেডিয়েশন সেবা পৌঁছে দিতে গত ০১ এপ্রিল হতে বাঘাইছড়ি ও লংগদু উপজেলায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

আরও পড়ুনআপোষে ভূমি বিরোধ মীমাংসায় নজির গড়লো রাঙ্গামাটি লিগ্যাল এইড অফিস

প্রতি মাসের ১ম সোমবার উপরোক্ত দুটি উপজেলার বিচার প্রার্থী মানুষ মাইনীমুখ ইউপি কার্যালয়ে এসেই উপরোক্ত সেবা পাবেন।

যোগাযোগ করা হলে লংগদু উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার রাঙ্গামাটি লিগ্যাল এইড অফিস এর উদ্যোগকে স্বাগত জানান।