আইআইইউসি আইন অনুষদের শিক্ষার্থীদের সুপ্রীমকোর্ট পরিদর্শন

আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং (আইআইইউসি) আইন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল “বাংলাদেশ সুপ্রীমকোর্ট’’ পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারী ’১৭) শিক্ষার্থীদের মাঝে আদালতের কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের লক্ষে এ পরিদর্শন আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা পরিদর্শন কার্যক্রমে প্রধান বিচারপতির কোর্ট ও হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতিদের আদালত পরিদর্শন শেষে দেশের স্বনামধন্য সিনিয়র আইনজীবী ও ব্যারিস্টারদের সাথে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে অবস্থিত চেম্বার পরিদর্শন করেন এবং বাংলাদেশের এটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি’র সম্পাদক ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বেলায়েত হুসাইন, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল‍্যান সমিতির সহ-সভাপতি ও সহকারী এটর্ণী জেনারেল এড. মাসুদ আলম চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সেক্রেটারি এড. মমতাজ উদ্দিন মেহেদী, এড. আবদুর রহমান হাওলাদার, এড. মিজানুর রহমান মামুন, এড. এ.কে.এম ফয়েজ, ড. আবুল বাশার, অত্র বিভাগের সাবেক শিক্ষক সাজ্জাদুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এড. হাসিবুর রহমান, চুলা’র প্রেসিডেন্ট রেজাউল করিম রেজা, সেক্রেটারী কাউসার আলম সমীর সহ একাধিক বিজ্ঞ আইনজীবীদের সাথে সাক্ষাতের মাধ্যমে দিক-নির্দেশনা প্রাপ্ত হন। সাক্ষাতকালে বিজ্ঞ সিনিয়ররা ‘কঠোর পরিশ্রমের মাধ্যমে আইন বিষয়ে শিক্ষা অর্জন, এই পরিদর্শনে অর্জিত অভিজ্ঞতা, ভবিষ্যৎ শিক্ষা ও কর্ম জীবনে কাজে লাগিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য আহবান জানান’।

পরিদর্শন কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইআইইউসি আইন অনুষদের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘আইআইইউসি ল’ এ্যাসোসিয়েশন ঢাকা’র সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব মোহাম্মদ সাদেকুল মাওলা ধ্রুব, নির্বাহী সদস্য এড. শাহাদাত হোসেন প্রদ্বীপ সহ এসোসিয়েশন এর নেতৃবৃন্দ। টীম লিডার হিসেবে ছিলেন আইন বিষয়ক ফেসবুক পেজ “ল এন্ড জাস্টিস” এর প্রতিষ্ঠাতা এবং ২২তম ব্যাচের ছাত্র মিহির মিশকাত।

উল্লেখ্য যে, উক্ত টিম পরের দিন শুক্রবার (২৬ জানুয়ারী) ‘নীলস বাংলাদেশ’ এর আয়োজনে ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’তে “লিগ্যাল রিসার্স এন্ড এডভোকেসি স্কিল” নামক একটি ওয়ার্কশপে অংশগ্রহণ করে। এতে রিসোর্স পারসন হিসেবে ছিলেন সুপ্রীম কোর্টের মহামান্য বিচারপতি জনাব এস এম মুজিবুর রহমান , আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর ড. তুরিন আফরোজ, মোটিভেটর মুকাররামুস সাকলাইন, নীলস বাংলাদেশ এর প্রেসিডেন্ট নাসরীন সুলতানা, ভিপি হাবিব শেখ সহ আইন জগতের একাধিক স্বনামধন্য ব্যক্তিত্ব ও শতাধিক ছাত্র-ছাত্রী। উক্ত ওয়ার্কশপে টিম আইআইইউসি’র আবদুলাহ আল সায়েম ও ওবাইদুল আকবর সম্রাট বেস্ট পারফর্মার হিসেবে নির্বাচিত হন। ওয়ার্কশপ শেষে টিম আইআইইউসি’র পক্ষে বিচারপতি জনাব এস এম মুজিবুর রহমান এবং ড. তুরিন আফরোজ’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উভয়েই আইআইইউসি আইন অনুষদের সাফল্য কামনা করেন।