বিচারাধীন মামলা নিষ্পত্তি করতে ৩০ বছর লাগবে : হাইকোর্ট

বর্তমানে হাইকোর্টে ৫ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আর যদি কোনো মামলা না নেয়া হয় এবং আমরা বিচারকরা দিন/রাত কাজ করি তাহলে ওই পরিমাণ মামলা নিষ্পত্তি করতে ৩০ বছর লাগবে।

নদী সংক্রান্ত মামলার শুনানিতে আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, ‘জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড’। এজন্য কমিশন (নদী) যদি সঠিকভাবে কাজ করত তাহলে অনেক বিষয় আদালতে আসত না। এর ফলে মামলা জটের সৃষ্টি হত না।