উচ্চ আদালত
উচ্চ আদালত

বাবার রিট: ৩ বছরের শিশুকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

রাজধানীর রামপুরার বাসিন্দা তিন বছরের শিশু জাবিরকে নিয়ে তার মা ফারিহা আনজুম সোমাকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৩ নভেম্বর তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে। একইসঙ্গে, শিশু জাবিরকে আদালতে প্রদর্শনের কেন নির্দেশ দেয়া হবে না -এ মর্মে রুল জারি করেছেন আদালত।

শিশুর বাবার আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আগামী সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ঢাকার ডিসি ও রামপুরার থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারী আইনজীবী বলেন, গত জুলাই মাসে রামপুরার অধিবাসী চিকিৎসক শরিফুল ইসলাম ও ফারিহা আনজুম সোমা দম্পতির ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর থেকে মায়ের কাছে থাকা সন্তানকে দেখার সুযোগ পাননি শিশুটির বাবা শরিফুল ইসলাম।

পরে তিনি শিশু সন্তানকে দেখার সুযোগ চেয়ে হাইকোর্টে আবেদন করেন। আবেদনের শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দিয়েছেন।