সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনা আক্রান্ত

সুপ্রিম কোর্টে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধে সুপ্রিম কোর্টে কর্মরত সকল কর্মকর্তা ও কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী ও বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করার নির্দেশ।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোভিড-১৯ নমুনা সংগ্রহের জন্য স্থাপিত বুথে আগত সেবা গ্রহীতাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

এছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের ক্যান্টিন ১ ও ২ এবং দোকান/বেকারীতে কর্মরতদেরকেও আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে।