বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাংচুরের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন
বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাংচুরের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাংচুরের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

আজ বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, বার কাউন্সিলের নির্বাচিত সদস্য মখলেসুর রহমান বাদল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ড. বশির আহেমদ এবং সাবেক কোষাধ্যক্ষ নাহিদ সুলতানা যুথিসহ  হাজারো আইনজীবী অংশ নেন।

মানববন্ধনে আইনজীবীরা বলেন, ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশরই জন্ম হতো না। আজ স্বাধীনতাবিরোধী চক্র সেই জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর করেছে। এসব মৌলবাদী জঙ্গিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।’