অবকাশে হাইকোর্টের বিচারকাজ পরিচালনায় ৬ বেঞ্চ গঠন
সুপ্রিম কোর্ট

করোনা বিবেচনায় সীমিত পরিসরে পালিত হবে এবারের সুপ্রিম কোর্ট দিবস

দেশব্যাপী প্রাদুর্ভূত করোনা ভাইরাস সৃষ্ট মহামারীতে অত্যন্ত সীমিত পরিসরে আসন্ন ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্ট দিবস উদযাপন উপলক্ষ্যে গঠিত জাজেজ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দারের সভাপতিত্বে বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ভিডিও কনফারেন্সে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার অংশগ্রহণ করেন।

এছাড়া রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বার কাউন্সিলের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অংশগ্রহণ করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ, আইনজীবীবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে সুপ্রিম কোর্ট দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য আলোচনা অনুষ্ঠানটি ‘Bangladesh Supreme Court Day’ নামক ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর প্রথম কার্যক্রম শুরু করে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবসকে প্রতিবছর সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।