চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা

আইনজীবীকে আটক রাখায় উত্তপ্ত আদালত প্রাঙ্গণ, বিচারকের অপসারণ দাবি

পুরান ঢাকাস্থ ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা আইনজীবী সমিতির এক সদস্যকে ২ ঘণ্টা লকআপে আটক রাখার অভিযোগ বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ করছে আইনজীবীরা।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকার সিএমএম আদালতে এই আন্দোলন করছেন বিক্ষুব্ধ আইনজীবীরা। এসময় তারা সিএমএম আদালতের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং আদালত বর্জন করেন।

জানা গেছে, ঢাকা আইনজীবী সমিতির সদস্য রুবেল আহমেদ ভূঁইয়া ২২ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে মামলা করতে যান। এরপর পেশকারকে জিজ্ঞেস করেন কয়টার সময় বিচারক এজলাসে আসবেন।

পেশকার বললেন, ‘সাড়ে ১০টায় বিচারক এজলাসে উঠবেন। কিন্তু ১১টার পরেও বিচারক এজলাসে না আসায় এই আইনজীবী পেশকারকে বলেন সঠিক সময় বলবেন।

এরপর আদালত এজলাসে আসার পর মামলা শুনানির জন্য ডাক দিলে ওই আইনজীবী সামনে যান। তখন বিচারক ভুক্তভোগী আইনজীবীকে বলেন, আপনি কোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তখন ওই আইনজীবী বলেন যে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন নি।

এরপর বিচারক বলেন, আমি আপনার মামলা শুনবো না। তখন পুলিশ ওই আইনজীবীকে ডেকে লকআপে ভেতর দুই ঘণ্টা আটকে রাখে।

এই বিষয়ে গতকাল ২২ ডিসেম্বর এই আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের বরাবরে একটি লিখিত আবেদন করা হয়।