সুপ্রিম কোর্টে বারের দায়িত্ব নিয়েছেন নব নির্বাচিত কমিটি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদায়ী সভাপতি এ এম আমিন উদ্দিন ভার্চ্যুয়ালি অংশ নেন।

সভার শেষ পর্যায়ে বিদায়ী কমিটি নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তবে করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় নব নির্বাচিত সভাপতি আবদুল মতিন খসরু সভায় অংশ নিতে পারেননি।

বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন প্রতিবেদন উপস্থাপনের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের নির্বাচন পরিচালনা উপ কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ আব্দুর রহমান বিজীয়দের নাম ঘোষণা করেন। এরপর বিদায়ী কমিটি নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু নির্বাচিত হয়েছেন এবং সম্পাদক পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি ছাড়া সাদা প্যানেলের বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা, কোষাধ্যক্ষ মো. ইকবাল করিম ও সহ-সম্পাদক পদে ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি। সদস্য পদে সাদা প্যানেল থেকে এ বি এম শিবলী সাদেকীন, মাহফুজুর রহমান রোমান, মিন্টু কুমার মণ্ডল ও মুনতাসীর উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।

সম্পাদক ছাড়া নীল প্যানেলের অন্য জয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মো. জালাল উদ্দিন, সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান। সদস্য পদে নীল প্যানেল থেকে, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ জয়ী হয়েছেন।