জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সিনেমা, আইনজীবী চরিত্রে অভিনয় করবেন রোকেয়া প্রাচী

যুদ্ধাপরাধীদের বিচারের ঘটনা নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। সরকারি অনুদানের সিনেমা ‘সাবিত্রী’ তে আইনজীবী চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা পান্থ প্রসাদ।

অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকা অভিনেত্রী রোকেয়া প্রাচী ব্যস্ত রয়েছেন সামাজিক নানা কর্মকাণ্ড নিয়েও। তাই অনেকদিন ধরেই দেখা যায় না অভিনয়ে। তবে সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

অভিনেত্রী রোকেয়া প্রাচী নিজেই বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনার কারণে একটা লম্বা সময় অভিনয় করা হয়নি। অবশেষে সিনেমা দিয়ে ফেরা হচ্ছে। ‘সাবিত্রী’ সিনেমায় আইনজীবী চরিত্রে হাজির হবো। যুদ্ধাপরাধীদের বিচারের ঘটনা নিয়ে এই সিনেমার গল্প।’

উল্লেখ্য, রোকেয়া প্রাচীর প্রথম চলচ্চিত্র ‘দুখাই’। এরপর তিনি ‘মাটির ময়না’, ‘স্বপ্ন ডানায়’, ‘ডুব’, ‘মনের মানুষ’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।