১২ কোটি টাকা ফি: আইনজীবীর বিষয়ে তদন্তের নির্দেশনা চেয়ে রিট
ঊচ্চ আদালত

আপিলের ৩২ বছর পর নিষ্পত্তি, খালাস পেলেন আসামি

ঊর্ধ্বতন কর্মকর্তার সই জাল করার অভিযোগে দুর্নীতির মামলায় দণ্ডিত আসামির আপিল নিষ্পত্তি হয়েছে। সম্প্রতি ওই মামলায় আসামিকে খালাস দিয়ে আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আদালত।

বিচারপতি মো. আবু জাফর সিদ্দিক ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ গত ২৪ নভেম্বর এ রায় দেন।

জানা গেছে, ১৯৭৭ সালে সিলেটের জুট প্রোডাক্টশনের সাব ডিভিশনাল অ্যাগ্রিকালচার অফিসার মো. রমজান আলীর বিরুদ্ধে একটি মামলা হয়। মূলত ৩০০ টাকার টিএডিএ বিল তোলার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার সই জাল করার অভিযোগে দুর্নীতির এ মামলা দায়ের করা হয়।

এই মামলায় ১৯৮৮ সালে রাজশাহী বিভাগের স্পেশাল জজ আদালত রমজান আলীকে ৫ বছরের কারাদণ্ডাদেশ ও ৩০০ টাকা জরিমানার রায় দেন। ওই রায়ের পর তাকে কিছুদিন জেল খাটতে হয়। এরপর একই বছর তিনি খালাস চেয়ে হাইকোর্টে আপিল দায়ের করেন।

আপিল দায়েরের প্রায় ৩২ বছর পর মামলাটি চলতি বছর শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় ওঠে। শুনানি শেষে টিএডিএ বিলটির টাকা হস্তান্তর না হওয়ায় দুর্নীতির মামলা থেকে গত ২৪ নভেম্বর খালাস পান আসামি রমজান আলী।

আইনজীবীরা জানান, কেউ যদি বিনা অপরাধে কারাবাস করেন, তাহলে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করার অধিকার তার আছে।