জিয়া বেঁচে থাকলে বঙ্গবন্ধু হত্যায় অবশ্যই সাজা পেতেন: তাপস
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

সস্ত্রীক করোনা আক্রান্ত ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই সাথে করোনা আক্রান্ত হয়েছেন তাঁর সহধর্মিণী আফরিন তাপসও।

জানা গেছে, ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার উদ্দেশে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মেয়র তাপস করোনা পরীক্ষা করিয়েছিলেন। পরীক্ষার ফল পজিটিভ আসে। এর আগে, গত রবিবার তাঁর স্ত্রীরও করোনা শনাক্ত হয়।

যদিও মেয়র তাপস বৃহস্পতিবার অফিস করেছেন। তাঁর হালকা কাশি রয়েছে। তবে শারীরিকভাবে তিনি অনেকটাই সুস্থ আছেন।

এ ছাড়া মেয়রের দেহরক্ষী শেখ আশিকুজ্জামানও করোনায় আক্রান্ত হয়েছেন।

এর আগে মেয়রের দুই ছেলের করোনা শনাক্ত হয়েছিল। তবে তাদের এখন করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।