অ্যাডভোকেটশীপ মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে অনলাইনে
বাংলাদেশ বার কাউন্সিল

এনরোলমেন্ট এম.সি.কিউ পরীক্ষা ১৭ জুন

আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি (এম.সি.কিউ) পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১৭ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এনরোলমেন্ট কমিটির নির্দেশক্রমে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সংস্থার সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইতোমধ্যে এনরোলমেন্ট এম.সি.কিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। ফলে আগামী ১৭ জুন শুক্রবার বার কাউন্সিল এনরোলমেন্ট এম.সি.কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইন অ্যাডমিট কার্ড সংগ্রহের সময়সূচী ও পরীক্ষার ভেন্যু ও সময়সহ বিস্তারিত অন্যান্য তথ্য পরবর্তীতে যথাযথ সময়ে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে। এছাড়াও অনিবার্য যে কোনো পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন বলেও এতে বলা হয়।