গাজীপুরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য, দুদকের অভিযান

দুদকের উপস্থিতি টের পেয়ে পালালো পাসপোর্ট অফিসের দালালরা

দালালদের দৌরাত্ম্য, সেবা প্রদানে ঘুষ গ্রহণসহ নানা অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদকের উপস্থিতি টের পেয়ে অভিযান পরিচালনা শুরুর সাথে সাথে পাসপোর্ট অফিসের আশেপাশে থাকা দালালরা পালিয়ে যায়।

আজ বুধবার (৮ জুন) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম, উপসহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগে এবং উপসহকারী পরিচালক আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে অভিযোগের বিভিন্ন বিষয়ে গাজীপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো: আনিসুর রহমান জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, মাত্র ৭ জন কর্মচারীদের দ্বারা অফিস চলছে বিধায় দালালরা সুযোগ নিচ্ছে।

এসময় আনিসুর রহমান দালালদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত কাজ করবেন মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতিজ্ঞা করেন। এ বিষয়ে খুব দ্রুত এনফোর্সমেন্ট টিম কর্তৃক কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানা গেছে।