ড্রাইভিং লাইসেন্স ছাড়া পাওয়া যাবে না মোটরসাইকেল রেজিস্ট্রেশন

ড্রাইভিং লাইসেন্স ছাড়া পাওয়া যাবে না মোটরসাইকেল রেজিস্ট্রেশন

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ যার নামে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করা হবে তার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

ড্রাইভিং লাইসেন্স না থাকলে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে না। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে এই বাধ্যবাধকতা চালু হচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) -এর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস সই করা এক অফিস আদেশে মঙ্গলবার (৫ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, কার্যবিবরণীর সিদ্ধান্তের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনও মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না।