কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মারা যান তিনি। মাদকের মামলায় ১২ বছরের সাজা পাওয়া সানাউল্লাহ (৫৫) নামের ওই কয়েদির বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভোলানাথপুর এলাকায়।

কারা কর্তৃপক্ষ বলছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলক্ষেত থানায় হওয়া একটি মামলায় ১২ বছরের কারাদণ্ড পেয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ছিলেন সানাউল্লাহ। গতকাল রাত নয়টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ এক তরুণ হাজতির মৃত্যু হয়। আফাজ উদ্দিন (২১) নামের ওই তরুণ গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনিও কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আফাজ উদ্দিনও মাদকের মামলায় কারাভোগ করছিলেন।