ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল আইন বিভাগের শিক্ষার্থীর

ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল আইন বিভাগের শিক্ষার্থীর

নাটোরের লালপুরে ট্রেনে কাঁটা পড়ে ইন্তাজ আলী (২৫) নামের রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫মিনিটের দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের চাকার নিচে পৃষ্ঠ হয়ে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার অ্যাডভোকেট ইসাহাক আলীর ছেলে। সে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের (অষ্টম সেমিস্টারের) শিক্ষার্থী বলে জানা গেছে।

আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার শেখ জিয়াউদ্দিন বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৭টা ৪৫ মিনিটে আব্দুলপুর জংশনে ঈশ্বরদী থেকে কমিউটার ট্রেন এসে দাঁড়ায়। এ সময় ইমতিয়াজ ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামেন।

মাস্টার শেখ জিয়াউদ্দিন বাবলু বলেন, পরে ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে উঠতে গিয়ে ছিটকে নিচে পড়ে যান। এতে ওই ছাত্র ঘটনাস্থলেই মারা যান। ট্রেনে থাকা ইমতিয়াজের মা-বাবা পরের স্টেশনে নেমে আব্দুলপুর স্টেশনে ফিরে আসেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর রেলওয়ে থানায় জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী ব্যবস্থা নেবে।