জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন
আইনজীবী তৈমূর আলম খন্দকারকে আহ্বায়ক এবং এ বি এম রফিকুল হক তালুকদার রাজা সদস্য সচিব

জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলনের (বিএনএলএম) ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খন্দকারকে আহ্বায়ক ও আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এ বি এম রফিকুল হক তালুকদার রাজাকে সদস্য সচিব করা হয়েছে।

সুপ্রিম কোর্ট বার ভবনে আইনজীবীদের এক সভায় বুধবার (১২ অক্টোবর) এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান, আইনজীবী শাহ আহমেদ বাদল, মো: আবুল কাশেম, ড. শামসুল আলম, এস এম খালেকুজ্জামান, শরিফ ইউ আহমেদ, জুলফিকার আলী জুনু, এস এম আরিফুল ইসলাম, মো: মোস্তাক আহমেদ, মনির হোসেন, মো: ওবায়দুল ইসলাম, ওয়ালিউল ইসলাম, সওকত উল্লাহ খান, নাজমুল হাসান, হেমায়েত উদ্দিন বাদশা প্রমুখ।

সভায় সকল জাতীয়তাবাদী আইনজীবীদের ঐক্যবদ্ধ করে অবিলম্বে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবির আন্দোলন জোরদার করার ঘোষণা দেয়া হয়।

এ সময় অর্ধশতাধিক আইনজীবী অংশ নিয়ে জনগণ যাতে ভোটের অধিকার ফিরে পায় এবং দেশে গণতন্ত্র ও আইনের শাসন কায়েমের লক্ষে সারাদেশে আইনজীবীদের নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।