কুমিল্লায় ভুল চিকিৎসা দিয়ে অপারেশন থিয়েটারে রোগী রেখে ডাক্তারের পলায়ন, আদালতে মামলা
আদালত (প্রতীকী ছবি)

নবজাতক চুরির দায়ে দম্পতির জেল-জরিমানা

নবজাতক চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় এক দম্পতিকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহীর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আয়েজ উদ্দীন এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- তালাইমারি এলাকার মৌসুমী বেগম (২৬) ও তার স্বামী সজীব আহমেদ (২৯)। মৌসুমীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও সজীবকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় হয়।

রায়ের পর সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২০ জানুয়ারি রামেক হাসপাতালে সন্তান প্রসবের জন্য ভর্তি হন মাসুম রবি দাসের স্ত্রী শিল্পী রানী দাস। সিজারের মাধ্যমে ওই রাতেই তিনি একটি মেয়ে জন্ম দেন।

পরদিন ওই নবজাতককে কৌশলে চুরি করেন মৌসুমী বেগম। হাসপাতালের সিসি ক্যামেরায় ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে পুলিশ ওই দম্পতির বাড়ি থেকে নবজাতক উদ্ধার করে ও তাদের গ্রেপ্তার করে।