আইনজীবীদের সহযোগিতা ছাড়া বিচারিক কার্যক্রম পরিচালনা সম্ভব নয় : প্রধান বিচারপতি

আপনারা জুডিসিয়ারির অংশ, আদালতকে কো-অপারেট করুন : আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি

আইনজীবীরা বিচার বিভাগ ও আদালতের অংশ, তাঁদের সাহায্য-সহযোগিতা ছাড়া বিচারিক কার্যক্রম স্বচ্ছন্দে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ রোববার (৯ এপ্রিল) ফরিদপুর আদালতের আমতলায় বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ -এর ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আইনজীবী সমিতি ভবনে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। ফলে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।

আইনজীবীদের সহযোগিতা ছাড়া বিচারিক কার্যক্রম পরিচালনা সম্ভব নয় : প্রধান বিচারপতি
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জুডিসিয়ারির অংশ, আদালতের অংশ, আপনাদের সাহায্য-সহযোগিতা ছাড়া কোনোভাবেই আদালতের কাজকর্ম স্মুথলি রান করা সম্ভব না।

আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, যেহেতু আপনারা আদালতের অংশ, আপনাদের আদালতকে আপনারা কো-অপারেট করবেন। যাতে করে স্মুথলি বিচারিক কার্যক্রম সম্পাদন করা যায়।

আপনারা জুডিসিয়ারির অংশ, আদালতকে কো-অপারেট করুন : আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি
অনুষ্ঠানে উপস্থিত ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সাদর সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহিদ বেপারী। এসময় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।