হত্যা মামলায় আসামির যাবজ্জীবন, দিতে হবে ক্ষতিপূরণও
এজলাস; অতিরিক্ত জেলা ও দায়রা ১ম আদালত, কক্সবাজার

মাদক মামলায় কক্সবাজারে এক রোহিঙ্গার যাবজ্জীবন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : ১৪ হাজার ৯৭০ পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় এক রোহিঙ্গারকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডিতকে একইসাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদয়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক নিশাত সুলতানা আজ বুধবার (১০ মে) এ রায় ঘোষণা করেন।

দন্ডিত আসামি হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সিরাজুল ইসলাম ও মৃত মাহমুদা খাতুনের পুত্র রোহিঙ্গা ফয়েজ আহমদ।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসেন ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দন্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে একই আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট তাজমিন হুদা চৌধুরী সেতু মামলাটি পরিচালনা করেন।