বিয়ে করলে ধর্ষণের শাস্তি মাফ আইন বাতিল করল বাহরাইন

বিয়ে করলে ধর্ষণের শাস্তি মাফ আইন বাতিল করল বাহরাইন

ধর্ষিতাকে বিয়ে করলে ধর্ষণের শাস্তি থেকে মুক্তি দেওয়ার আইন বাতিল করেছে বাহরাইন। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে দীর্ঘদিন এ বিতর্কিত আইনটি ছিল। শুক্রবার (৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

গত ২৩ মে বাহরাইনের পার্লামেন্টের উচ্চকক্ষ শূরা কাউন্সিলে আইনটি বাতিলে ভোটাভুটি হয়। সে সময় কাউন্সিলের সব সদস্য এর পক্ষে ভোট দেন। আর শুক্রবার এটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে।

দেশটির দণ্ডবিধির ৩৫৩ অনুচ্ছেদে লেখা ছিল, কোনো ধর্ষক যদি ধর্ষিতাকে শুধু বিয়ে করেন তাহলে তিনি ধর্ষণের শাস্তি থেকে রেহাই পাবেন। নারী অধিকারকর্মীসহ সাধারণ মানুষ এ আইনের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন।