এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের রিট
সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

সালাম মুর্শেদীর মতো মানুষের কাছে ‘মাথা ঘুরায়’ দুদক: ব্যারিস্টার সুমন

দুর্নীতি দমন কমিশন (দুদক) কারও কাছে মাথা নত করে না দাবি করে। কিন্তু সালাম মুর্শেদীর মতো লোকজনদের কাছে মাথা নত না করলেও ‘মাথা ঘুরায়’ বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

আজ বুধবার (১৭ জানুয়ারি) হাইকোর্টে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সংসদে সালাম মুর্শেদী তার সহকর্মী। দু’জনই শপথ নিয়েছেন ব্যক্তিস্বার্থকে বড় করে দেখবেন না। দেশের স্বার্থকে বড় করে দেখবেন।

ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সালাম মুর্শেদীর বাড়ি দখলের মামলা প্রসঙ্গে তিনি বলেন, গণপূর্ত বলছে জাল-জালিয়াতি করে দখল করা হয়েছে, রাজউক বলছে জালিয়াতি হয়েছে, দুদকও বলেছে জালিয়াতি হয়েছে। কিন্তু দুদকের রিপোর্ট দীর্ঘদিন ধরে কমিশনে পেশ করা হয়নি।

এতে ক্ষোভ প্রকাশ করেন ব্যারিস্টার সুমন। বলেন, তারা উচ্চ আদালতের নির্দেশনাও মানছেন না। এদফায় তাই হাইকোর্ট ওই রিপোর্ট অ্যাফিডেভিট করে জমা দিতে বলেছেন।

দুদকের আইনজীবীর সমালোচনা করে তিনি বলেন, উনি বার বার বলেন, দুদক কারও কাছে মাথা নত করে না। কিন্তু আজ আবারও সালাম মুর্শেদীর সম্পত্তি দখলের মামলায় সময়ের আবেদন করেছেন। তাই মাথা নত না করার আগের বক্তব্য আর আজকের আবেদন সাংঘর্ষিক।

ব্যারিস্টার সুমন আরও বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে এবং শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারে কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না।