আসামির পলায়ন (প্রতীকী ছবি)
আসামির পলায়ন (প্রতীকী ছবি)

আদালতের রায় শুনে আসামির পলায়ন, দুই ঘণ্টার মধ্যে ধরা

চট্টগ্রামে একটি মামলায় ৬ মাসের দণ্ডাদেশের পর পালিয়ে গিয়ে দুই ঘণ্টার মধ্যে ধরা পড়েছেন মো. সাইফুল করিম খান (৪৬) নামের এক আসামি।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রোববার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত সাইফুল করিম নগরীর হালিশহরের বজলুল করিম খানের ছেলে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা।

তিনি বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এক মামলায় সাইফুল করিম খান নামের ওই আসামির ৬ মাসের সাজা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, আদালতের দণ্ডাদেশের পর তাকে কারাগারে নেওয়ার সময় দুপুর সাড়ে ১২টার দিকে কৌশলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় তার অবস্থান শনাক্ত করে বেলা আড়াইটার দিকে তাকে সাগরিকা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।