প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর এপিএস হলেন অ্যাডভোকেট সাজী
অ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম (সাজী)

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর এপিএস হলেন অ্যাডভোকেট সাজী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে অ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম (সাজী) কে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, প্রতিমন্ত্রী যতদিন উক্ত পদে রাখার অভিপ্রায় পোষণ করবেন এ নিয়োগ আদেশ ততদিন কার্যকর থাকবে।

সৈয়দ আমিনুল ইসলাম ১৯৮৭ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তারাগন পীর বাড়িতে জন্মগ্রহণ করেন। আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর আইন পেশায় নিযুক্ত হন। ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (এপিপি)।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত থাকা আমিনুল ইসলাম ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সহাপতির দায়িত্বও সামলেছেন তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ আমিনুল ইসলাম বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।