নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন
বার এক্সাম (প্রতীকী ছবি)

মৌখিক পরীক্ষা দিতে রিঅ্যাপিয়ার্ড ও তৃতীয় পরীক্ষকের মূল্যায়নে উত্তীর্ণ প্রার্থীদের করণীয়

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির রিঅ্যাপিয়ার্ড ও তৃতীয় পরীক্ষকের মূল্যায়নে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে রিঅ্যাপিয়ার্ড ও তৃতীয় পরীক্ষকের মূল্যায়নে উত্তীর্ণ প্রার্থীদের করণীয় সম্পর্কে বলা হয়েছে।

আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বুধবার (২৮ ফেব্রুয়ারি) জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বার কাউন্সিলের চলমান এনরোলমেন্ট মৌখিক পরীক্ষার ধারাবাহিকতায় রিঅ্যাপিয়ার্ড ও তৃতীয় পরীক্ষকের মূল্যায়নে উত্তীর্ণ প্রার্থীদের ভাইবা শীঘ্রই অনুষ্ঠিত হবে। এজন্য রিঅ্যাপিয়ার্ড ও তৃতীয় পরীক্ষকের মূল্যায়নে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার অনলাইন ডাটা বেইজে অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক।

তৃতীয় পরীক্ষকের মূল্যায়নে উত্তীর্ণ প্রার্থীদের করণীয়

যেসব প্রার্থী বর্তমান সেশনের, তথা ২৩-১২-২০২৩ তারিখের এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে তৃতীয় পরীক্ষকের মূল্যায়ন শেষে গত ২৬-০২-২০২৪ তারিখে প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন – উক্ত রেগুলার প্রার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটে (http://bar.teletalk.com.bd) প্রবেশ করে নিম্ন আদালতের এনরোলমেন্ট মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত লিংকে ক্লিক করে ‘রেগুলার প্রার্থী’ অপশন সিলেক্ট করতে হবে।

অতঃপর নির্দেশনা অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ রেজিস্ট্রেশন নম্বর, পিউপিলেজ-কন্ট্রাক্ট-ডেটা ও জন্ম তারিখ নির্দিষ্ট ফিল্ডে এন্ট্রি করে মৌখিক পরীক্ষার অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে।

এরপর প্রার্থীদের এমসিকিউ/লিখিত পরীক্ষার পূর্বে তাঁদের নিজ প্রদত্ত তথ্যমালা পর্যায়ক্রমে ভিউ করতে হবে, প্রয়োজন মতো নির্দেশনা অনুযায়ী চাহিত তথ্য এন্ট্রি দিবেন।

প্রতিটি ধাপে নির্দেশনা অনুযায়ী ক্লিক করে ফরম পূরণ সম্পন্ন করে অনলাইন ফরমটি সাবমিট করতে হবে। অতঃপর অনলাইনে প্রাপ্ত নিজ নিজ ফরম (Form A) এবং তৎসংশ্লিষ্ট অন্যান্য নথি তথ্য (Form G, Case List, Testimonial, Affidavit) ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে।

উল্লেখ্য, ডাউনলোডকৃত পাতাসমূহ লিগ্যাল সাইজ কার্টিজ পেপারে প্রিন্ট করে নিতে হবে এবং নির্ধারিত স্থানসমূহে নিজের এবং সিনিয়র অ্যাডভোকেটের স্বাক্ষর নিতে হবে। এছাড়া Form A এর নির্ধারিত স্থানে ৩ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙিন ছবি (অনলাইন ফরম পুরনে যে ছবি স্ক্যান করে আপলোড করা হয়েছিল) সংযুক্ত করতে হবে।

প্রার্থীর ছবির ক্ষেত্রে পাসপোর্ট সাইজ ছবির আনুষ্ঠানিক মানদণ্ড বজায় রাখতে হবে। ছবিতে প্রার্থীর উভয় কান দৃশ্যমান থাকতে হবে এবং ছবির ব্যকগ্রাউন্ড সাদা থাকতে হবে। সেলফি ছবি গ্রহণযোগ্য হবে না। Affidavit এর পৃষ্ঠাগুলো তিনশত টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে পেপার প্রিন্ট করে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট অথবা নোটারি পাবলিক কর্তৃক নোটারাইজড করতে হবে।

অতঃপর ডাউনলোড ও প্রিন্টকৃত Form A, Form G, Case List, Testimonial এবং নোটারিকৃত Affidavit এর সাথে নিজ নিজ শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সকল নথি অর্থাৎ এস.এস.সি/সমমান, এইচ.এস.সি/সমমান, গ্র্যাজুয়েশন ডিগ্রি, এলএলবি, এলএলএম, বার-এট-ল (যদি থাকে) পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি এবং বার কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত অনুলিপি এবং বিদ্বেষ থেকে কোনো কোনো ডিগ্রি অর্জিত হয়ে থাকলে সংশ্লিষ্ট ডিগ্রির জন্য উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত ইক্যুইভ্যালেন্সি সনদের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করে বার কাউন্সিল কার্যালয়ে দাখিল করতে হবে।

প্রসঙ্গত, রেগুলার পার্থীদের মৌখিক পরীক্ষার জন্য কোনরূপ ফি প্রদান করতে হবে না। মৌখিক পরীক্ষার জন্য যথা সময়ে অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট করে নিতে হবে।

ডাউনলোডকৃত নিজ নিজ হার্ড-কপি ফাইল/ফরম ও অন্যান্য সংশ্লিষ্ট নথি বার কাউন্সিল অফিসে দাখিলের সর্বশেষ সময় ৪ মার্চ বিকাল ৪টা পর্যন্ত।

রিঅ্যাপিয়ার্ড প্রার্থীদের করণীয়

যেসব প্রার্থী বার কাউন্সিল বিধি ৬০বি অনুযায়ী অব্যবহিত পূর্বের দুটি মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন অথবা অংশগ্রহণে ব্যর্থ হয়েছে এবং আসন্ন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী – এইরূপ প্রার্থীরা ২০২১ সালের সেপ্টেম্বরে এবং/অথবা ফেব্রুয়ারি, ২০২৩ সনে অনুষ্ঠিত এনরোলমেন্ট মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে অনুত্তীর্ণ হয়েছিলেন।

আসন্ন এনরোলমেন্ট মৌখিক পরীক্ষায় অংশগ্রহনেচ্ছু রিঅ্যাপিয়ার্ড প্রার্থীদের অনলাইন ফরম পূরণ, পরীক্ষার ফি প্রদান এবং ফি প্রদানের পর অনলাইন হতে প্রাপ্ত ফরম ডাউনলোড ও প্রিন্ট করে দাখিল করতে হবে।

উপযুক্ত পঋক্ষার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটে (http://bar.teletalk.com.bd) প্রবেশ করে নিম্ন আদালতের এনরোলমেন্ট মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত লিংকে ক্লিক করে ‘রিঅ্যাপিয়ার্ড প্রার্থী’ অপশন সিলেক্ট করতে হবে।

অতঃপর নির্দেশনা অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ রেজিস্ট্রেশন নম্বর (৯ ডিজিট রেজিস্ট্রেশন নম্বর) ও অন্যান্য চাহিত তথ্য নির্দিষ্ট ফিল্ডে এন্ট্রি করে মৌখিক পরীক্ষার অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। প্রয়োজন মতো নির্দেশনা অনুযায়ী প্রার্থিরা চাহিত সকল তথ্য এন্ট্রি দিবেন। প্রতিটি ধাপে নির্দেশনা অনুযায়ী ক্লিক করে ফরম পূরণ সম্পন্ন করে অনলাইন ফরমটি সাবমিট করবেন।

উল্লিখিত লিংকে বর্ণিত নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে অনলাইনে প্রদর্শিত ফিল্ডসমূহ পূরণ করে আবেদন ফাইনাল সাবমিট করার পর সর্বশেষ ধাপে পরীক্ষার ফী প্রদান করতে বলা হবে। সফলভাবে পরীক্ষার ফি প্রদানের পরই অনলাইন ফরমটি চূড়ান্তভাবে দাখিল হয়েছে মর্মে নিশ্চিত হওয়া যাবে। নির্দেশনা অনুযায়ী যে কোনো একটি টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে পরীক্ষার নির্ধারিত ফিল ১ হাজার ৮০টাকা জমা করতে হবে।

রিঅ্যাপিয়ার্ড প্রার্থীদের টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে পরীক্ষার ফি জমা প্রদান করতে হবে সর্বশেষ ৩ মার্চ রাত ১১:৫৯ এর মধ্যে।

উল্লেখ্য, কেবলমাত্র পরীক্ষার ফি প্রদান করার পরই সংশ্লিষ্ট প্রার্থী অনলাইনে Form A এবং তৎসংশ্লিষ্ট অন্যান্য নথি তথা Form G, Case List, Testimonial, Affidavit ডাউনলোড এবং প্রিন্ট করে নিবেন।

ডাউনলোডকৃত পাতাসমূহ লিগ্যাল সাইজ কার্টিজ পেপারে প্রিন্ট করে নিতে হবে এবং নির্ধারিত স্থানসমূহে নিজের এবং সিনিয়র অ্যাডভোকেটের স্বাক্ষর নিতে হবে। এছাড়া Form A এর নির্ধারিত স্থানে ৩ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙিন ছবি (অনলাইন ফরম পুরনে যে ছবি স্ক্যান করে আপলোড করা হয়েছিল) সংযুক্ত করতে হবে।

প্রার্থীর ছবির ক্ষেত্রে পাসপোর্ট সাইজ ছবির আনুষ্ঠানিক মানদণ্ড বজায় রাখতে হবে। ছবিতে প্রার্থীর উভয় কান দৃশ্যমান থাকতে হবে এবং ছবির ব্যকগ্রাউন্ড সাদা থাকতে হবে। সেলফি ছবি গ্রহণযোগ্য হবে না। Affidavit এর পৃষ্ঠাগুলো তিনশত টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে পেপার প্রিন্ট করে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট অথবা নোটারি পাবলিক কর্তৃক নোটারাইজড করতে হবে।

অতঃপর ডাউনলোড ও প্রিন্টকৃত Form A, Form G, Case List, Testimonial এবং নোটারিকৃত Affidavit এর সাথে নিজ নিজ শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সকল নথি অর্থাৎ এস.এস.সি/সমমান, এইচ.এস.সি/সমমান, গ্র্যাজুয়েশন ডিগ্রি, এলএলবি, এলএলএম, বার-এট-ল (যদি থাকে) পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি এবং বার কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত অনুলিপি এবং বিদ্বেষ থেকে কোনো কোনো ডিগ্রি অর্জিত হয়ে থাকলে সংশ্লিষ্ট ডিগ্রির জন্য উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত ইক্যুইভ্যালেন্সি সনদের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করে বার কাউন্সিল কার্যালয়ে দাখিল করতে হবে।

রেগুলার এবং রিঅ্যাপিয়ার্ড উভয় প্রকার প্রার্থীদের নিজ নিজ হার্ড-কপি ফাইল/ফরম বার কাউন্সিল অফিসে দাখিলের সর্বশেষ সময় ৪ মার্চ বিকাল ৪টা পর্যন্ত। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে নোটিশ আকারে জানানো হোবে।