৯৭ সহকারী জজ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
বিচারক (প্রতীকী ছবি)

পদোন্নতি পেলেন ১৩১ বিচারক

অধস্তন আদালতের ১৩১ জন বিচারকের পদোন্নতি হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বিচার বিভাগের ১৩১ কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-১ থেকে রোববার (১০ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার।

আরও পড়ুনপঞ্চগড়ে ঘটনাস্থলে গিয়ে জমি-জমার বিরোধ নিষ্পত্তি করে দিলেন বিচারক

পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের তালিকা দেখতে লিংকে ক্লিক করুন

এর আগে, তারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ/সমপর্যায়ের বিচারক জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ছিলেন।

আরও পড়ুনবিচারকের অন্তরের স্বাধীনতা নিশ্চিত করে বিচারিক স্বাধীনতা: বিচারপতি বোরহান উদ্দিন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত বিচারকরা পদোন্নতিপ্রাপ্ত পদ/সমপর্যায়ের পদে স্ব-স্ব কর্মস্থলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মরত থাকবেন। এছাড়া পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ হতে উল্লিখিত বিচারকদের পদোন্নতি কার্যকর হবে।