বার কাউন্সিল লোগো
বার কাউন্সিল লোগো

হাইকোর্টে আইনজীবী অন্তর্ভুক্তির মৌখিক পরীক্ষা শুরু ৩ মার্চ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ মার্চ (রোববার) থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

সারাদেশে আইনজীবীদের নিবন্ধন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে সংস্থার সচিব মোঃ রফিকুল ইসলাম (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হাইকোর্টে আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৩ মার্চ থেকে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এছাড়া ২০১৬ সালের ৯ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় পাশ করেছেন কিন্তু মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তারাও এবারে ভাইভা পরীক্ষা দিতে পারবেন।

পাশাপাশি হাইকোর্টে প্র্যাকটিসে আগ্রহী সাবেক বিচারিক কর্মকর্তারাও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন