উচ্চ আদালত

৩৬তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত ৩৮ জনকে নিয়োগের নির্দেশ

৩৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্তের গেজেটে বাদপড়া ৩৮ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের রায় হাতে পাওয়ার ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রায় ঘোষণা করেছেন বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সালাহ উদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

রায়ের পরে সালাহ উদ্দিন দোলন বলেন, বিভিন্ন ক্যাডারে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অন্যদের সঙ্গে তাদের বিষয়ে সুপারিশ করে। কিন্তু তারা নিয়োগ বঞ্চিত হন। পরে মো. জাহাঙ্গীর আলমসহ বাদপড়া ৩৮ জন সুপারিশের তারিখ থেকে নিয়োগ চেয়ে ২০১৯ সালে রিট করেন। আদালত ওই বছরের ১৯ ফেব্রুয়ারি রুল জারি করেন। বুধবার এ রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
এ আইনজীবী আরও বলেন, রায়ে আদালত এই ৩৮ জনকে ২০১৮ সালের ৩১ জুলাই তারিখে প্রকাশিত গেজেটের তারিখ থেকে জ্যেষ্ঠতাসহ নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন। আর এটা করতে হবে আদালতের রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে।

এর আগে গত ২৮ জানুয়ারি ৩৪তম ও ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগ না আরো ২৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।