বরিশাল বিভাগের বিচারকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

দুই মাদক কারবারির ১০ বছর করে কারাদণ্ড

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আল আমিন ও হুমায়ুন কবির হিরন নামে দুই মাদক কারবারিকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

গত মঙ্গলবার (১৬ মার্চ) ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামীদের অনুপস্থিতিতে সাজার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আল-আমিন কুমিল্লার বুড়িংচর জগৎপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে এবং হিরন একই এলাকার আবু তাহেরের ছেলে।

আদালত সূত্র জানা যায়, ২০১৪ সালের ১৫ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের বান্দ রোডের কেডিসি বালুর এলাকায় অভিযান চালিয়ে মূল গেটের সামনে থেকে তাদের আটক করে মেট্রো ডিবিপুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২১ কেজি গাজা উদ্ধার করা হয়।

ওই দিনই ডিবির এসআই আহসান কবির বাদী হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

একই বছর ২৫ নভেম্বর তদন্তে সত্যতা পেয়ে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ মামলার চার্জশীট জমা দেন।

রাষ্ট্রপক্ষ সাত জনের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত দুই জনকে সাজা দেন।

রায়ের সময় পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।