অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার স্মরণে শোক বই উন্মুক্ত

অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার স্মরণে শোক বই উন্মুক্ত

সদ্য প্রয়াত গরীবের আইনজীবী খ্যাত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার স্মরণে শোক বই উন্মুক্ত করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) এই বই উন্মুক্ত করা হয়।

এ সময় শোক বইতে মন্তব্য ও স্বাক্ষর করছেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম আমিন উদ্দিন।

এছাড়া আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ সাগর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, ড মমতাজ উদ্দিন মেহেদি, আইনজীবী নেতা অ্যাডভোকেট আবদুর নূর দুলাল, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, মরহুম আব্দুল বাসেত মজুমদারের সুযোগ্য পুত্র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা সহ প্রমুখ আইনজীবী শোক বইতে মন্তব্য ও স্বাক্ষর করেন।

সকল আইনজীবীর জন্য এই শোক বই উন্মুক্ত থাকবে।