প্রতি মাসের ৭ তারিখের মধ্যে অধস্তন আদালতের বিচারকদের মাসিক কর্মসম্পাদন বিবরণী অনলাইনে পূরণের নির্দেশ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট লোগো

হাইকোর্টে দুই ডেপুটি ও তিন সহকারী রেজিস্ট্রার নিয়োগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পদোন্নতিমূলে দু’জন ডেপুটি রেজিস্ট্রার এবং তিনজন সহকারী রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। ডেপুটি রেজিস্ট্রার নিয়োগপ্রাপ্তরা হলেন- মুহাম্মদ রেজাউল হক এবং মোঃ হারুন-অর-রশিদ।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত পৃথক দু’টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

পদোন্নতিপ্রাপ্ত মুহাম্মদ রেজাউল হক প্রধান বিচারপতির হাইকোর্ট বিভাগের সচিব হিসেবে দায়িত্বপালন করছিলেন। অন্যদিকে মোঃ হারুন-অর-রশিদ হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রারের দায়িত্বে ছিলেন।

পদোন্নতিমূলে আরো তিনজন সহকারী রেজিট্রার নিয়োগ

হাইকোর্ট বিভাগের দুই বেঞ্চ অফিসার এবং একজন কোর্ট কীপারকে পদোন্নতিমূলে সহকারী রেজিট্রার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন- বেঞ্চ অফিসার মো. সাঈদ-উল ইসলাম ও মো. দেলওয়ার হোসেন এবং কোর্ট কীপার মো. শেখ আবুল কাশেম মিঞা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত পদোন্নতিমূলে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, (কর্মচারী) নিয়োগ বিধি, ১৯৮৭-এর ৬ (১) (খ), ৬ (২) (খ) (২) বিধানাবলী প্রযোজ্য হবে।

এ পদোন্নতির আদেশ পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।