বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: জয়দীপ্তা দেব চৌধুরী
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: জয়দীপ্তা দেব চৌধুরী

সিলেকশন গ্রেড পাচ্ছেন সুপ্রিম কোর্টের ৪১ বেঞ্চ অফিসার

সিলেকশন গ্রেডের আওতাভুক্ত হয়েছেন সর্বোচ্চ আদালতের কয়েকজন কর্মচারী। সুপ্রিম কোর্টের ৪১ বেঞ্চ অফিসারকে সিলেকশন গ্রেডের সুবিধা দিয়েছে সরকার।

এ সংক্রান্ত একটি রিট মামলার রায়ের ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ এসব কর্মচারীকে সিলেকশন গ্রেড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ বিষয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে হিসাব মহানিয়ন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে ২০০৯ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী আবেদনকারী চাকুরেদের সিলেকশন গ্রেড দেওয়ার অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, সিলেকশন গ্রেড হচ্ছে নির্বাচিত সরকারি কর্মচারীদের শর্তসাপেক্ষে উচ্চতর স্কেল প্রদান। অর্থাৎ যারা দীর্ঘদিন সন্তোষজনকভাবে দায়িত্ব পালন করছেন, কিন্তু পদ না থাকায় পদোন্নতি পাচ্ছেন না। এ ধরণের সরকারি কর্মচারীদের সিলেকশন গ্রেডের মাধ্যমে চাকরি জীবনে আর্থিক প্রণোদনা নিশ্চিত করা হয়।