গ্রেফতার (ছবি - প্রতীকী)
গ্রেফতার (ছবি - প্রতীকী)

চেম্বারে ডেকে এনে ধর্ষণের অভিযোগ, আইনজীবী গ্রেপ্তার

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের পৌরসভার খারদ্বার এলকার নিজ বাড়ি থেকে শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আজ শনিবার (২ এপ্রিল) গ্রেপ্তার ওই আইনজীবীকে আদালতে তোলা হবে।

গ্রেপ্তারকৃত আইনজীবীর নাম ফকির ইফতেখারুল ইসলাম রানা। অ্যাডভোকেট ফকির ইফতেখারুল ইসলাম রানা ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি (এপিপি)।

এর আগে বাগেরহাট মডেল থানায় শুক্রবার দুপুর ১২টার দিকে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন এক নারী।

জানা গেছে, পারিবারিক কলহের একটি মামলায় ওই নারী অভিযুক্তকে আইনজীবী হিসেবে নিয়োগ করেন। গত ২৯ জানুয়ারি বিকেলে বাসায় কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আইনজীবী নিজ বাড়ির চেম্বারে ডেকে নেন ওই নারীকে। পরে তাকে ‘ধর্ষণ’ ও সেটির ভিডিও করেন মোবাইলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম মামলা ও গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘অভিযুক্ত আইনজীবী ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নানা ধরনের হুমকি দিতে থাকেন ওই নারীকে। নারীর স্বামী ঢাকায় ছিলেন, তিনি আসার পর পরামর্শ করে গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।’

ওসি বলেন, গ্রেপ্তার ওই আইনজীবীকে শনিবার আদালতে তোলা হবে।