অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মারা গেছেন
অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম (ছবি সংগৃহীত)

অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মারা গেছেন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরহুমের নামাজে জানাজা আগামীকাল ৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ (রোজ বৃহস্পতিবার) বাদ জোহর সুপ্রিম কোর্ট এর মূল ভবনের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে।

এদিকে সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এক শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ১৯৯৪ সালের ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারক হিসাবে নিয়োগ পান। এরপর ২০০৭ সালে অবসরে যান তিনি।