পবিপ্রবিতে ল' প্রিমিয়ার লীগের নিলাম অনুষ্ঠিত

পবিপ্রবিতে ল’ প্রিমিয়ার লীগের নিলাম অনুষ্ঠিত

আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ল’ প্রিমিয়ার লীগের (ক্রিকেট) পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে থাকছেন বাহান্ন নিউজ।

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত অনুষদের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম. এ রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষদের সকল খেলোয়াড়, দলের মালিক ও শিক্ষার্থীবৃন্দ।

পবিপ্রবিতে ল' প্রিমিয়ার লীগের নিলাম অনুষ্ঠিত

নিলামে অংশগ্রহণ করে ৫টি দল। দলগুলো যথাক্রমে- জুরিসপ্রুডেন্স রয়্যালস, লিগ্যাল রাইডার্স, অ্যামিকাস কিউরিয়া, লিটিগেশন লায়ন্স ও জুডিকেচার গ্লাডিয়েটর্স।

এবারের আসরে আয়োজক হিসেবে থাকছেন উক্ত অনুষদের পঞ্চম ব্যাচ (নোভাস-০৫)। আয়োজক ব্যাচের পক্ষে লীগটির সফল আয়োজনে কমিটিতে দায়িত্ব পালন করবেন হাবিব, আশরাফুল নোমানী, কৌশিক, শুভ্রদেব, মুন্না, সুমাইয়া ও জান্নাতুল।

পবিপ্রবিতে ল' প্রিমিয়ার লীগের নিলাম অনুষ্ঠিত

নিলাম শেষে আয়োজক কমিটির পক্ষে হাবিব জানান, টুর্নামেন্টটি আমরা সফলভাবে শেষ করতে চাই। আশা করছি এবারের আসরও প্রতিবছরের ন্যায় উৎসবমুখর হবে।