ময়নামতি জাদুঘর পরিদর্শন করে সন্তুষ্ট প্রধান বিচারপতি

ময়নামতি জাদুঘর পরিদর্শন করে সন্তুষ্ট প্রধান বিচারপতি

ময়নামতি জাদুঘর পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

গত শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে তিনি কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও তাদের পরিবারের সদস্যরা।

পরিদর্শনকালে প্রধান বিচারপতিকে সবকিছু ঘুরিয়ে দেখান ময়নামতি জাদুঘরের তত্ত্বাবধায়ক মো. শাহীন আলম।

ময়নামতি জাদুঘর পরিদর্শন করে সন্তুষ্ট প্রধান বিচারপতি

ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘জাদুঘরে অনেক পুরনো কীর্তি রয়েছে। সেগুলোই প্রমাণ করে এই অঞ্চল অতীতে কতটা সমৃদ্ধ ছিল। তা ছাড়া জাদুঘরের নিদর্শনগুলো সুন্দরভাবে সাজানো ছিল। যা সবাইকে মুগ্ধ করেছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এবং পুলিশ সুপার আব্দুল মান্নানসহ জেলার বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।