এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ
সুপ্রিম কোর্ট

রোববার থেকে হাইকোর্টে ৫৩ বেঞ্চে ভার্চ্যুয়ালি বিচারকাজ চলবে

করোনা মহামারির দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের এ সময়ে হাইকোর্টে আগামী রোববার (২০ জুন) থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালানা করবেন ৫৩ বেঞ্চ।

এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ বৃহস্পতিবার (১৭ জুন) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

দ্বিতীয় দফা করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিলের পর এ প্রথম আগামী রোববার থেকে হাইকোর্টের সব বেঞ্চ ভার্চ্যুয়ালি বিচারকাজ শুরু হচ্ছে বলে ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কমকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

করোনা মহামারি রোধে এপ্রিল মাসের শুরুতে বিধিনিষেধ আরোপের পর চারটি ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। পরবর্তীতে গত ২২ এপ্রিল আরও দু’টি বেঞ্চ গঠন করা হয়। এর পর গত ২৯ এপ্রিল আরও তিনটি যোগ করা হয়। এ নয়টি বেঞ্চের পাশাপাশি গত ২২ মে আরও সাতটি বেঞ্চ গঠন করা হয়।

গত ৩১ মে প্রধান বিচারপতি নতুন আদেশ দেন। ওই আদেশে হাইকোর্ট বিভাগে মোট ২১টি বেঞ্চ গঠনে আদেশ দেন।

সবশেষ গত ১০ জুন আরও কয়েকটি নতুন বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। তখন সংখ্যা দাঁড়ায় ৩০ এ। বৃহস্পতিবার সব মিলিয়ে ৫৩ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।

অপরদিকে গত ১২ এপ্রিল থেকে সপ্তাহে তিন দিন আপিল বিভাগে ভার্চ্যুয়ালি বিচারকাজ শুরু হয়েছিল। পরবর্তীতে গত ১ জুন থেকে সপ্তাহের সব কার্যদিবসে বিচারকাজ পরিচালনা করছেন আপিল বিভাগ।